ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ, গাজীপুরে বগি লাইনচ্যুত

গাজীপুরে জয়দেবপুর রেল জংশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরমে পুড়ে গিয়ে লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে রেল জংশনের সিগন্যালের কাছে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ট্রেনের দুইটি বগি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ট্রেন জংশনে আটকা পড়ে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে সাতটার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরমে পুড়ে গিয়ে ঘটনাটি ঘটেছে। একে হট এক্সল বলা হয়। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন।

তিনি জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন