কালের গর্ভে বাংলার ঐতিহ্য প্রাচীন হুক্কা

বাংলার ঐতিহ্য প্রাচীন হুক্কার স্থান দখল করেছে ই-সিগারেট

আসলাম পারভেজ: হাটহাজারী প্রতিনিধি : সময় সময় পরিবর্তন হয় সমাজ। সমাজ পরিবর্তনের পাশা-পাশি সমাজ থেকে হারিয়ে যায় প্রাচীন কালের কিছু ঐতিহ্য। এককালে বাংলার শ্রমিক থেকে শুরু করে কৃষক ও দিন মুজুর কিংবা বিত্তশালীর ঘরে ঘরে হুক্কা শোভা পেত। হুক্কায় তামাক ভরে আর টিক্কায় আগুন লাগিয়ে হড়-হুড় করে হুক্কা টানতেন বিলাসী দিনমজুর-বিত্তশালী। ফলে তারা শ্রমের ক্লান্তি কাটিয়ে তরতাজা সতেজতা অনুভূতি পাওয়া যেত। আজ প্রাচীন হুক্কা বাংলার ঐতিহ্যের স্থান দখল করেছে বিড়ি-সিগারেট কিংবা ই-সিগারেট।

আগেকার দিনে হুক্কা ছিল নানা রকমের। কিন্তু সে হুক্কার দিন আজ আর নেই। বলাচলে হুক্কার জামানা চলে গেছে। আবার এমনও ছিল তখনকার লোকেরা হুক্কা না টানলে তাদের পেট পরিঙ্কার হয় না। আগের যুগে হুক্কার পানিও প্রতি সাপ্তাহে এক বার পরিবর্তন করতে হতো।

তবে মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে এখন হুক্কা টিকে আছে তার আপন সকিয়তায়। আমাদের দেশে বিশেষ করে কৃষক, শ্রমিক ও দিনমুজুররা হুক্কার কলকির উপর তামাকের টিক্কা দিয়ে হুক্কা টানত। কিন্তু বিভিন্ন দেশের লোকেরা হুক্কার প্রতি এখনো হুজুগি ছিলো। তারা আপেল দিয়ে হুক্কা টানতে দেখা যায়। আপেল গুলো ছোট ছোট টুকরা টুকরা করে হুক্কার কলকির উপর রেখে প্লাষ্টিকের পাতলা এক রকম বস্তু দিয়ে ডেকে হুক্কা টানে। এই বাংলার হুক্কা টেনে অনেকেই আলাদা আনন্দ পেতো।

বিড়ি সিগারেটের চেয়ে হুক্কার ধুমপান স্ব্যাস্থ্যের ক্ষতি কম বলে মনে করেন অনেকেই। কাঠের হুক্কা, বাঁশের হুক্কা ও নারিকেলের মালা দিয়ে প্রাচীনকালে হুক্কা তৈরি করতেন। তবে বাঙ্গালির প্রিয় নারিকেলের মালা দিয়ে তৈরি হুক্কা। পাহাড়ে বসবাসকারীদের প্রিয় বাঁশের হুক্কা।

দেশের তিন পার্বত্য জেলাজুড়ে এখনও হুক্কার প্রচলন রয়েছে। হঠাৎ আসা কোন স্বজনকেও তারা আপ্যায়নের তালিকায় রাখেন হুক্কা। নগরের পাশ্ববর্তী উপজেলা হাটহাজারীতেও হুক্কা দেখা গেছে এক বৃদ্ধার হাতে। বৃদ্ধের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে বিভিন্ন কোম্পানির বিড়ি সিগারেট প্রতিযোগিতামূলক ভাবে বেড় করার কারণে দেশের অনন্যা অঞ্চলের মতো হাটহাজারী থেকে হুক্কা হারিয়ে যাচ্ছে। প্রাচীন হুক্কার স্থান দখল করেছে বিড়ি-সিগারেট কিংবা ডিজিটাল ই-সিগারেট। তবে সবকিছু ছাপিয়ে হুক্কার কদর-ঐতিহ্য ভিন্ন। স্বাধেও রয়েছে ভিন্নতা। রোগ-বালাইও তুলনামূলক কম-এমন দাবী হুক্কা সেবনকারীদের।

শেয়ার করুন