সমালোচনার তোড়ে সরকারি প্লট নিচ্ছেন না বিএনপির রুমিন ফারহানা

সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য রুমিন ফারহানা। ফাইল ছবি

প্লট চেয়ে আবেদনের পর থেকেই ব্যাপক সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র সমালোচনায় ভেসে গেছে রুমিন ফারহানার প্লটের আকাঙ্খা। পরে মঙ্গলবার (২৭ আগস্ট) গৃহায়নমন্ত্রী বরাবর এক চিঠিতে তিনি এই আবেদন প্রত্যাহার করেন। চিঠিতে তিনি বলেন, ‘আমার দল, বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)-এর প্রাণ তৃণমূলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

আরো পড়ুন : চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে ২১ পদে নিয়োগ
আরো পড়ুন : লিবীয় উপকূলে ৪০ শরণার্থীর মৃত্যুর শঙ্কা

রুমিন ফারহানার প্লটের আবেদন নিয়ে বিএনপি বিব্রত ছিল। মাঠপর্যায়েও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানার এই সিদ্ধান্ত।

গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে তিনি প্লট চেয়ে আবেদন করেছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর পাঠানো ঐ আবেদনে রুমিন লিখেছিলেন, ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’ রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপির মনোনয়নে এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। রুমিন গত ৯ জুন শপথ নেন।

শেয়ার করুন