আফগানদের বিপক্ষে জয় পেতে মরিয়া টাইগার বাহিনী

আফগানদের বিপক্ষে জয় পেতে মরিয়া টাইগার বাহিনী

সদ্য টেস্ট ক্রিকেটে অর্ন্তভুক্ত আফগানিস্তান। অভিজ্ঞতার দিক দিয়ে অভিজ্ঞ না হলেও ভাল কিছু অর্জনে মরিয়া রশিদ খান, কাইস আহমেদ, মোহাম্মদ নবি ও জহির খান । রশিদ খান বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার। নবি পরিচিত মুখ আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় । কাইস ও জহির অপরিচিত হলেও ঘরোয়া ক্রিকেটে ভালো করার রের্কড রয়েছে তাদের।এরপরও নবীন আফগানদের বিপক্ষে জয় পেতে মরিয়া টাইগার বাহিনী ।

বিসিবি কোচ রাসেল ডমিঙ্গো আফগানদের বিপক্ষে জয় পেতে আঁটোসাঁটো পরিকল্পনা এঁকেছেন। আফগানদের চার স্পিনার বাংলাদেশের সামনে প্রধান বাঁধা।বাংলাদেশও ঘূর্ণিতেই আফগান-বধের ছক কষেছেন। কাগজে-কলমের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে বিধ্বংসী বোলিং করতে হবে স্পিনারদের । টাইগার অধিনায়ক মনে করেন,’ জোরদার ব্যাটিং করতে হবে ব্যাটসম্যানদের । অনেক সময় দেখা যায়, চট্টগ্রামের উইকেট থেকে আমরা যেমন প্রত্যাশা করি, তেমনটা পাই না। এজন্য উইকেট নিয়ে ভাবছি না। উইকেট যেমনই হোক, চেষ্টা করব মানিয়ে নিতে। আমাদের চেষ্টা থাকবে ২০ উইকেট নেওয়ার। ব্যাটসম্যানদের টার্গেট থাকবে যত বেশি রান করা।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে স্বাগতিকরা। আফ্রিকার দেশটির বিপক্ষে ১৮৬ রানের জয়টি ২০১৪ সালে। ওই টেষ্টে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক। বিশ্রামে থাকায় ‘লোকাল হিরো’ তামিম এ ম্যাচে খেলছেন না। সুযোগ পাননি ইমরুল। তবে মুমিনুল এই ম্যাচেও অন্যতম ভরসা।
তিন সেঞ্চুরিকে পেছনে ফেলে বাংলাদেশকে জয় উপহার দিয়েছিলেন লেগ স্পিনার জুবায়ের লিখন, সাকিব ও তাইজুল। হারিয়ে যাওয়া লেগ স্পিনার জুবায়ের প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নিয়ে ভিত গড়ে দিয়েছিলেন জয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানের জয়ের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। কিন্তু জয়ের নায়ক দুই অফ স্পিনার নাঈম হাসান ও তাইজুল।

প্রথম ইনিংসে নাইম ৬১ রানে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ক্যারিবীয়দের। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিং করেন তাইজুল ৩৩ রানে ৬ উইকেট নিয়ে। এই মাঠে প্রতিটি ম্যাচেই মূল ভূমিকায় ছিলেন স্পিনাররা। আফগানদের ধসিয়ে দিতে স্পিন উইকেটই বানানো হয়েছে এবারও। উইকেট নিয়ে যদিও টাইগার অধিনায়ক তেমন কিছুই বলেননি। সাকিবের লক্ষ্য, প্রতিপক্ষের ২০ উইকেট শিকার।

টাইগারদের গতবছর শেষ হয়েছিল কারিবীয়দের হারিয়ে। চলতি বছর শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে হারে। এ বছর এখন পর্যন্ত টেস্ট খেলেছে মাত্র তিনটি। চার নম্বর টেস্ট খেলবে কাল। সাদা বলে খেলেছে তিন জাতির ওয়ানডে টুর্নামেন্ট, বিশ্বকাপ ক্রিকেট ও শ্রীলঙ্কা সিরিজ। তিন জাতির টুর্নামেন্টে শিরোপা জেতা ছাড়া সাফল্য নেই বললেই চলে। অথচ বিশ্বকাপে দারুণ কিছুর স্বপ্ন ছিল। শুরুটাও ছিল স্বপ্নের মতো। কিন্তু পারফরমারের অভাবে ব্যর্থতার ষোলোকলা পূরণ করে দেশে ফিরে। স্বপ্ন ভঙ্গের বেদনায় প্রলেপ দিতে উড়ে যায় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। সেখানে আরও বেশি ব্যর্থতা।

সাকিব আরো বলেন , ‘আমাদের চেষ্টা থাকবে জয়ের। গত কয়েকদিন আমরা ভালো সময় পার করিনি। এই ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি ভালোভাবে জিততে পারি, তাহলে অনেক কিছুই আবার স্বাভাবিক হতে শুরু করবে।’

শেয়ার করুন