ওসি’কে মুঠোফোনে হত্যার হুমকি

রাঙ্গামাটি বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। ইউপিডিএফের কর্মী পরিচয়দাতা এক ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওসির।

ওসি জানান, হত্যার হুমকি দিয়ে ওই সন্ত্রাসী বলেন, ‘ভালো হয়ে যান, নইলে আপনাকে গুলি করে মেরে ফেলবো।শনিবার রাত ৮টা ২১ মিনিটে ০১৩০২৫৮৩০০০৩ নম্বর থেকে ওসির মুঠোফোনে কল করে এ হুমকি দেয়া হয়।

আরো পড়ুন : কক্সবাজারে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্টের প্রশ্ন ফাঁস!
আরো পড়ুন : হিরের গাউন পরে লজ্জায় ক্ষমা চাইলেন রাখি

কী কারণে এই হুমকি ওসি জানতে চাইলে হুমকিদাতা তাকে জানান, ইউপিডিএফ কর্মীদের বিরুদ্ধে অভিযান চালানো এবং মামলা দায়েরের কারণে ওসিকে গুলি করে মারা হবে।

বাঘাইছড়ি থানার ওসি মনজুরের ভাষ্য,হত্যার হুমকিতে ভীত নই আমি। হুমকিদাতাকে বলেছি আমি সরকারি কর্মচারী, আমি না থাকলেও পাহাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান থেমে থাকবে না।

তিনি বলেন, হুমকির বিষয়টি আমি আমার ঊধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী থানায় জিডি করেছি। হুমকির পর থেকে ওই ব্যক্তির মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।