নাইক্ষ্যংছড়ির এক ওয়ার্ডেই 'নিখোঁজ' ৭০ জন
দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গিদের নিরাপদ আবাস

রাজিয়া সুলতানা (আরজিনা)। জহিরুল ইসলাম (জসিম)

চট্টগ্রাম : সীতাকুণ্ডে অভিযানে নিহত ও গ্রেফতার হওয়া পাঁচজনই নাইক্ষ্যংছড়ির বাইশারীর বাসিন্দা। নাইক্ষ্যংছড়ির ৯ নম্বর ওয়ার্ড থেকে ‘নিখোঁজ’ রয়েছেন আরো ৭০ জন। তবে তাদের ওই নিখোঁজ থাকা ঠিক কি কারণে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। গোয়েন্দারা বলছেন, শুধু সীতাকুণ্ডের ঘটনায় নয়, পার্বত্য এলাকায় জঙ্গিরা একাধিক আস্তানা তৈরি করেছে। এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের সংগঠনে ভেড়ানোর জন্যও গোপনে কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে এরই মধ্যে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে। তাদের ফিদাইন (আত্মঘাতী) জঙ্গি হিসেবে তৈরি করতে মগজধোলাই করা হয়। একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে আটক জসিমের প্রকৃত নাম জহিরুল ইসলাম। আরজিনার প্রকৃত নাম রাজিয়া সুলতানা। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের জঙ্গলঘেরা যৌথ খামারপাড়া এলাকায়। তারা আত্মঘাতি তালিকায় নাম রয়েছে তাদের।

জহিরুলের বাবা নুরুল আলম পুলিশকে জানান, ৬-৭ মাস আগে তার ছেলে এলাকা ছেড়েছে। এরপর পরিবারের সঙ্গে খুব বেশি যোগাযোগ ছিল না।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, দেশজুড়ে টানা অভিযান শুরুর পর জঙ্গিরা অনেক সময় নিরিবিলি এলাকা বেছে নেয়। জঙ্গিদের কোনো কোনো গ্রুপ এখন পার্বত্য এলাকায় আস্তানা তৈরির চেষ্টা করছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের রুখতে তৎপর রয়েছে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) এডিসি আবদুল মান্নান বলেন, পাহাড়ে বসবাস করা ধর্মভীরু ও অল্প শিক্ষিত বাঙালিদের সংগঠনে নেওয়ার দিকে মনোনিবেশ করেছে জঙ্গি নেতারা।

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম জানান, সীতাকুণ্ডের ঘটনায় নিহত ও গ্রেফতার পাঁচ জঙ্গির বাড়ি নাইক্ষ্যংছড়িতে। ওই ঘটনার পর এলাকা থেকে যারা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে, তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। একটি ওয়ার্ড থেকে অন্তত এক মাস আগে বাড়ি ছেড়েছেন এমন ৭০ জন রয়েছে। ঠিক কি কারণে তারা বাড়ি ছেড়েছেন খোঁজ নিতে শুরু করেছেন। চাকরি খুঁজতে, নাকি অন্য কোনো কারণে তারা বাড়ি ছেড়েছেন তা স্পষ্টভাবে জানার চেষ্টা চলছে। অন্যান্য ওয়ার্ডের নিখোঁজ বাসিন্দাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান চেয়ারম্যান মো. আলম।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদুল কবীর জানিয়েছেন, এলাকা থেকে কেউ নিখোঁজ হলে তার তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশও আলাদাভাবে তালিকা করবে।

জানুয়ারি মাসে কক্সবাজারের রামুর বাসিন্দা জসিম উদ্দিন পরিচয়ে সীতাকুণ্ডের প্রেমতলার ‘ছায়ানীড়’ বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয় জঙ্গিরা। পরের মাসে এক কিলোমিটার দূরে আমিরাবাদের ‘সাধন কুটির’ নামের বাড়ির ফ্ল্যাটটিও ভাড়া নেওয়া হয়। বৃহস্পতিবার পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন। তাদের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিন। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়। এর আগে গত বুধবার বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে সাধন কুটিরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জসিম ও আরজিনা নামে দুই জঙ্গি দম্পতিকে।জসিমের বোন জুবাইদা ইয়াসমিন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শহর এলাকা থেকে জঙ্গি সংগঠনে কাউকে রিত্রুক্রট করা হলে তার তথ্য গোয়েন্দাদের কাছে দ্রুত পৌঁছে যায়। সচেতন অনেক অভিভাবকও পুলিশের কাছে ‘নিখোঁজ’ জিডি করেন। পার্বত্য এলাকা থেকে উগ্রপন্থি সংগঠনে জঙ্গি রিত্রুক্রট করা অনেক সহজ। মগজধোলাই করে তাদের সহজে জঙ্গিবাদের পথে নেওয়া যায়।

মিয়ানমারের সীমান্ত-সংলগ্ন নাইক্ষ্যংছড়ি হওয়ায় সেখানে অনেক রোহিঙ্গা বসবাস করছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) গোপন তৎপরতা রয়েছে। তাদের মাধ্যমে স্থানীয়রাও বিভিন্নভাবে জড়িয়ে পড়ছে। এরপর জঙ্গি হিসেবে আত্মপ্রকাশ করছে।

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেড কর্মী সংগ্রহ করে পার্বত্য এলাকায় প্রশিক্ষণ দিচ্ছে। চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে সন্দেহভাজন ১২ জনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়।

নিহত কামালের বাড়ি বাইশারী ইউনিয়নের সদর থেকে চার কিলোমিটার দূরে ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাইশারী আদর্শ গ্রামে। জুবাইদার বাড়ি বাইশারী যৌথ খামারপাড়ায়। কামালের বাবা মোজাফফর আহম্মদ বাইশারীতে বসতি স্থাপন করেছেন ১০ বছর হয়। তার আগে তারা বসবাস করতেন রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায়। বাইশারীতে এসে তিনি দিনমজুরি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত হন। জুবাইদার বাবা নুরুল আলম নাগুর ৮ ছেলে ৪ মেয়ে। ছেলেদের মধ্যে জহিরুল ইসলাম দ্বিতীয়। মেয়েদের মধ্যে মর্জিয়া তৃতীয় ও জুবাইদা চতুর্থ। জুবাইদার বাবা বাইশারীতে বসবাসের আগে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বসবাস করতেন। বাইশারীতে এসেছেন নয় বছর আগে। জুবাইদার বাবাও দিনমজুরি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। ক্ষুদ্র ব্যবসায়ী হাসান আলী বাইশারী লম্বাঘোনা এলাকার নূর হোসেনের ছেলে।

শেয়ার করুন