ঘুড়ি উড়ানোর মাঞ্জা সুতোয় ছিনতাইয়ের নতুন কৌশল চট্টগ্রামে

ঘুড়ি উড়ানোর মাঞ্জা সুতোয় ছিনতাইয়ের নতুন কৌশল

চট্টগ্রাম : নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ঘুড়ি উড়ানোর (ধারালো) মাঞ্জা দেওয়া সুতা আটকে রেখে গলায় ফাঁস লাগিয়ে ছিনতাইয়ের নতুন কৌশলের কথা জানিয়েছেন সাইমন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে  সুতা, মোটর সাইকেল ও রক্তাক্ত দেহের ছবি দিয়ে তিনি লিখেছেন, ঢাকার পর ছিনতাইয়ের নতুন কৌশল এখন চট্টগ্রামে। নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ছিনতাইকারীরা এই অভিনব কৌশলে ছিনতাই করছে।

আরো পড়ুন : স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ছেলেসহ হোমিও চিকিৎসক আটক
আরো পড়ুন : দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে ছিনতাইকারীরা ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতা আটকে রাখে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। যার ফলে বাইক নিয়ে যাওয়ার সময় হুট করে গলায় আটকে যায়। এতে কেউ পড়ে গিয়ে বিপদগ্রস্ত হলে তার মোবাইল, ব্যাগ গাড়িটি ছিনতাই করে। যা ঢাকায় অনেক এমন ঘটনা হচ্ছে। ভাগ্য ভাল বাইক ৩০/৩৫ এ ছিল এবং কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। না হলে অনেক বড় বিপদ ঘটে যেত! বিপদ আসলে একটা সুতা থেকেও আসতে পারে৷ সবাইকে সব কিছুর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করছি!!

শেয়ার করুন