‘সুন্দর পোশাক শিশুদের মন খুশি রাখে, স্কুলে মনোযোগী হয় ‘

হাকিম মোল্লা :  ঈদের দিন শিশুরা বেশি খুশি হয় সুন্দর, নতুন ও পরিষ্কার পোশাক পেয়ে। শিশুদের সেই খুশি প্রতিদিন ধরে রাখা যায় সেই কৌশল প্রয়োগ করে। প্রতিদিন নতুন পোশাক তো আর  মা-বাবাদের দেয়া সম্ভব না চেষ্টা করুন শিশুরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পড়িয়ে স্কুলে পাঠাতে। এতে শিশুর মন ভালো থাকবে আর মন ভালো থাকলে পড়াশোনায়ও ভালো করবে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে  সীতাকুণ্ড ষ্টেশন রোডস্থ এভারগ্রীণ কে.জি স্কুলে পি.ই,সি.ই পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

আরো পড়ুন : বেপরোয়া রাজনীতি করলে রাজনৈতিক দুর্ঘটনা ঘটাতে পারে : কাদের
আরো পড়ুন : ক্যাব আয়োজিত নতুন সড়ক আইনের প্রচারণায় মেয়র নাছির

স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজাদীর সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী।

শেষে বিদায় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলেদেন অতিথিবৃন্দ।