লাকড়ি আনতে গিয়ে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বন্য হাতি

বান্দরবান : লামা উপজেলার ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোঃ নুরুল ইসলাম (৭৮) ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মৃত পেঠান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন সকালে বৃদ্ধ নুরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ জঙ্গলে লাকড়ী সংগ্রহ করতে যান। সেখানে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি মারা যান। বিকাল নাগাদ বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে এবং এক পর্যায়ে জঙ্গল থেকে বৃদ্ধ নুরুল ইসলামের লাশ পাওয়া যায়।

আরো পড়ুন : দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে চবি প্ল্যান অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি
আরো পড়ুন : ইডেনের মঞ্চ মাতাবেন রুনা লায়লা

নিহতের ছেলে নুর মোহাম্মদ বলেন, নিহত পিতার শরীরের বিভিন্ন অংশে হাতি দ্বারা আঘাতের চিহ্নও দেখা গেছে। ওই স্থানে হাতির পাল বিচরণের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।

বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহতের সত্যতা নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউপি সদস্য মোহাম্মদ শফি বলেন- ঘটনাটি খুবই মর্মান্তিক। সম্প্রতি ফাঁসিয়াখালীতে হাতির প্রাদুর্ভাব অত্যন্ত বেড়ে গেছে। ইতিপূর্বে জলপাইতলী নামক এলাকায় বন্য হাতির তান্ডবে এক অসহায় কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেও জানান তিনি।