বাড়ছে শীত, বাড়ছে লেপ-তোশক কারিগরের ব্যস্ততা

ব্যস্ত লেপ-তোশক কারিগর

ইকবাল হোসেন জীবন (চট্টগ্রাম) : সকালে ঘাসের ওপর শিশির ভেজা বিন্দুই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঋতু বৈচিত্রের কারণে রাতে কুয়াশা আর দিনে গরম থাকলেও শেষ রাতে বাড়তে শুরু শীতের প্রকোপ।

জেলা শহরের পাশেই উপ-শহর মিরসরাই। এখানেও বাড়ছে শীতের আমেজ। বাড়ছে শীত নিবারণে লেপ-তোশকের চাহিদাও। দিনরাত ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক কারিগর। বছরজুড়ে ডিমেতালে চললেও শীতে গ্রাহক চাহিদা মেটাতে রাতদিন কাজ করছেন লেপ-তোশক কারিগর। স্থানীয় বাজারে ইতোমধ্যে বিক্রিও শুরু হয়ে গেছে বলে বিক্রেতারা জানান।

আরো পড়ুন : চট্টগ্রামে শীতের সবজির দাম বাড়ছে, কমছে না পেঁয়াজের ঝাঁজ
আরো পড়ুন : সোনাদ্বীপে নারী শিশুসহ ২৫ রোহিঙ্গা উদ্ধার

লেপ-তোশক ব্যবসায়ীরা জানান, এবার তুলার দাম বেড়ে গেছে। মিশালি তুলা ২৫-৩০ টাকা, সিম্পল তুলা ৬৫-৭০ টাকা, শিমুল ২৮০-৩০০ টাকা ও সাদা তুলা ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

প্রতিদিন একজন কারিগর ৪-৫টি লেপ তৈরি করতে পারে। অন্য সময়ের চেয়ে এখন ভালো অর্ডার পাওয়া যাচ্ছে। সময়মতো লেপ-তোশক ডেলিভারি দিতে অতিরিক্ত কারিগর রাখা হয়েছে। তারা আরো জানান, কাপড় ও তুলার মান বুঝে লেপ-তোশকের দাম নির্ধারণ করা হয়। বর্তমানে ৪-৫ হাত লেপ-তোশক নিচে ১২শ থেকে ওপরে ১৫শ টাকার ওপর বিক্রি হচ্ছে। তবে কাপড় ও তুলার দাম বেশি হওয়ার দাম একটু বেশি বলে তারা জানান। তোশক ২ হাজার থেকে ২৫শ টাকা বিক্রি করা হয়। কারিগররা প্রতিটি লেপ-তোশকের মজুরি পান দেড়শ টাকার ওপর। কারিগর স্বপন বলেন, প্রতিদিন ৩-৪টা লেপ তৈরি করা যায়।