ও আর ‘ডাস্টবিনের শিশু’ নয়, তার নাম আনিশা

জন্মের পর নবজাতকের নানা আনুষ্ঠানিকতা পালন করেন আপনজনেরা। কিন্তু জন্মের পরই এই নবজাতকের ঠাঁই হয়েছে ময়লা-আবর্জনা ফেলার উন্মুক্ত স্থানে। ডাস্টবিনে পাওয়ায় বলা হয়েছে ডাস্টবিনের শিশু। কিন্তু ও এখন আর ডাস্টবিনের শিশু নয়। আপনজনরাই তাকে ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। মমতাভরা দুই হাত এগিয়ে সেখান থেকে এক দম্পতি তাকে উদ্ধারের পর ভর্তি করেছে হাসপাতালে। আদর-ভালবাসা দিয়ে সুস্থ করে তুলছেন নার্সরা। কোনো মানবসন্তানের নাম ‘ডাস্টবিনের শিশু’ হতে পারে না। তাই ভালোবেসে আমরাই ওর নাম দিয়েছি আনিশা। আর যে দম্পতি ওই নবজাতককে নতুন জীবন দিয়েছেন তারা নাম রেখেছেন আয়শা সিদ্দিকা জয়তী। কথাগুলো বলছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক।

গত ১১ মার্চ রাজধানীর শাহআলী থানাধীন নবাবেরবাগ পাকা রাস্তার মাথায় বেড়িবাঁধসংলগ্ন ডাস্টবিনে একটি ব্যাগে মেয়েশিশুটিকে কুড়িয়ে পান লিপি বেগম (৩০) ও বিপ্লব হোসেন (৩৫) দম্পতি। পরে তারা শাহআলী থানা পুলিশকে খবর দিয়ে এসআই জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করেন। হাসপাতালে লিপি দম্পতিকেই অভিভাবক হিসেবে দেখানো হয়। পরে এসআই জহিরুল এ বিষয়ে শাহআলী থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৮৭৯) করেন।

নবজাতক বিভাগের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু) চিকিৎসাধীন শিশুটিকে সন্তান হিসেবে পেতে ডাস্টবিন থেকে উদ্ধার করা দম্পতিসহ চার দম্পতি আদালতে আবেদন করেন। এর মধ্যে নবজাতককে ডাস্টবিন থেকে উদ্ধার করা দম্পতিও রয়েছেন। তাদের অবশ্য দুই ছেলে রয়েছে। বাকি তিন দম্পতি নিঃসন্তান। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের বিচারক মো. রুহুল আমিন আবেদনকারীদের সামাজিক অবস্থান ও অর্থনৈতিক অবস্থা দেখেই কোনো এক দম্পতির কাছে আনিশাকে হস্তান্তর করবেন।

বিপ্লব হোসেন জানান, তাঁর জানামতে, এ পর্যন্ত চারজন অভিভাবক আদালতের কাছে এ নবজাতককে নেওয়ার জন্য আবেদন করেছেন। গত ২১ মার্চ আদালতে গিয়ে তাঁরা শুনানিতে অংশ নিয়েছেন। আবার ২৯ মার্চ শুনানির তারিখ আছে।

এ সম্পর্কে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাহাবুদ্দিন মিয়া বলেন, আদালত আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পরই আদালত সিদ্ধান্ত দেবেন। আবেদন করলেও আদালত উপযুক্ত মনে না করলে কাউকেই না দিয়ে শিশুটিকে আজিমপুরের সোনামণি সরকারি নিবাসেও দিতে পারেন।

শেয়ার করুন