বিষাক্ত রং ও ফ্লেভার মিশিয়ে বেকারিপণ্য উৎপাদন

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম : অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য তৈরি ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে নগরীর বায়েজিদ থানাধীন ষোলশহর এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।

সনজীদা শরমিন জানান, বায়েজিদ বোস্তামি রোডের ষোলশহরের বেবিসুপার মার্কেট এলাকায় অভিযানে দেখা যায়, বিষাক্ত রং ও ফ্লেভার মিশিয়ে বেকারিপণ্য উৎপাদন করছে সম্রাট ফুড প্রোডাক্টস এবং দুর্গন্ধময় ফ্রিজে কাঁচা মাংস ও নাশতার খামি একসাথে রেখে বিকিকিনি করছে পাছাজিও ফুড। যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। এসব অপরাধে ভোক্তা অধিকার আইনে সম্রাট ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা ও পাছাজিও ফুডকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

শেয়ার করুন