`জঙ্গি আস্তানা’য় অভিযানে এবার সেনা কমান্ডো

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্যারা কমান্ডো দল। ফাইল ছবি।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানে এবার যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি কমান্ডো দল। গত বছর রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের বিরুদ্ধে কমান্ডো অভিযানের পর এই প্রথম কোনো অভিযানে যোগ দিল সেনাবাহিনীর এই চৌকস দল।

পুলিশ জানায়, শুক্রবার ভোর তিনটার দিকে ‘আতিয়া মহল’ নামে বাড়িটি ঘিরে ফেলে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে আছেন সিলেট মহানগর পুলিশের একটি দল।

ওই বাড়িটির নিচতলার জঙ্গিরা আস্তানা গেড়েছে। পুলিশ জানায়, সেখানে অবস্থানকারীদেরকে আত্মসমর্পণ করতে বলা হলে তারা ভেতর থেকে গ্রেনেড ছুড়ে পারে।

এরপর পুলিশ অভিযান থামিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটকে খবর দেয়। বিকাল চারটার দিকে সোয়াটের দল ঘটনাস্থলে যায়। ঘণ্টা চারেক পর সেখানে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল।

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘সন্ধ্যা পৌনে আটটার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের একটি দল পুলিশ ও সোয়াটকে সহায়তা করতে এই অভিযানে যোগ দেয়।’

আতিয়া মহল নামে বাড়ির মালিকের নাম উস্তার আলী। তিন মাস আগে বাড়ির নিচ তলা ভাড়া নেন এক দম্পতি। এরা নিজেদের নাম বলেন কাওসার ও আর্জিনা। এই দুইজনকে পুলিশ সকালে আত্মসমর্পণের আহ্বান জানালে তারা তা প্রত্যাখ্যান করে সোয়াট পাঠাতে বলে।

বিকালে সোয়াটের সদস্যরা তাদের সঙ্গে যোগ দেয়ার পর এলাকাটি রেকি শুরু করে তারা। যে কোনো সময় অভিযান শুরু হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন