যশোরের অগ্রভুলোট সীমান্তে বাংলাদেশী যুবক নিহত

যশোরের অগ্রভুলোট সীমান্তে বাংলাদেশী যুবক নিহত

বেনাপোল (যশোর) : যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বুধবার দুপুরে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। হানেফ আলীর মেজ চাচা শহিদুল ইসলাম তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, হানেফ আলী মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফের হাতে ধরা পড়ে।বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক তরফ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন : জনার্দ্দপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আরো পড়ুন : লামায় ৫ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হানেফ আলী পারিবারিক বিবাদে দুদিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে তার মামার বাড়ী চলে যান এবং বুধবার সকালে বড়ী ফেরার পথে ভারতে বিএসএফের হাতে ধরাপড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে হানেফ আলী মারা যান। নিহত হানেফ আলীর স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন বিজিবি’র উর্ধতন কর্তৃপক্ষের কাছে।

শেয়ার করুন