

চট্টগ্রাম : গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যম চট্টগ্রামে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মদুনাঘাটস্থ শেখ রাসেল পানি শোধনাগার এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা সম্প্রচার কার্যক্রম। এছাড়াও দেশে বিভিন্ন অঞ্চলে আরো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জামালপুর-ঢাকায় ট্রেন উদ্বোধন, চট্টগ্রাম-সিলেট-ঢাকা রুটে পাহাড়িকা এক্সপ্রেস এর উদ্বোধন, ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে উদয়ন এক্সপ্রেস, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক পল্লী লেনদেন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর হাতে তৈরি খাবার পেয়ে উচ্ছ্বসিত সাকিব-শিশির
আরো পড়ুন : নারি মুক্তির হাতিয়ার ফাতেমা পারুলের হাত ধরে এগিয়ে যাচ্ছে নারি
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপকারভোগী মেহেরুন্নেছা এবং চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের উপকার ভোগী ও জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব সাইফুল আলম বাবুর সাথে সাথে প্রধানমন্ত্রী কথা বলেন। এসময় শিল্পী মোস্তফা কামালের কন্ঠে চাটগাঁইয়া গান শোনেন প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক কর্মী সাইফুল আলম বাবু তার অনুভূতি ব্যক্তকালে প্রধানমন্ত্রীকে বলেন, চট্টগ্রাম টেলিভিশন ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রম চালান। চট্টগ্রাম টেলিভিশন বাংলার ইতিহাস, জাতির জনকের ইতিহাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এ প্রজন্মের কাছে তুলে ধরবে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরতে সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, বিটিভির ১২ ঘন্টা সম্প্রচার ও শেখ রাসেল পানি শোধনাগার আমরা চট্টগ্রামবাসী মুজিববর্ষের উপহার হিসেবে গ্রহণ করলাম।
চট্টগ্রাম প্রান্তে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জি.এম নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার নিরা, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চসিক কাউন্সিলর আবিদা আজাদ, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম আঞ্জুসহ ওয়াসার বোর্ড মেম্বারগণ,বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা প্রান্তে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা উদ্বোধন সঞ্চালনা করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব প্রধানমন্ত্রী। আপনার হাত ধরেই গণমাধ্যমের কর্মীরা আজ অগ্রসরমান।
তিনি আরো বলেন, ১৯৯৬ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে সম্প্রচার কার্যক্রম ছিল এক ঘন্টা। পর্যায়ক্রমে আজ রোববার ১২ ঘন্টায় পৌঁছেছে। চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে সরকারের জাতীয় টেলিভিশনে ২৪ ঘন্টা রুপান্তরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বলেন, ১৯৮৮ সালের পর চট্টগ্রামে এটাই প্রথম পানি শোধনাগার যা চট্টগ্রাম শহরের জনগনের একমাত্র অবলম্বন। চট্টগ্রাম শহরে ৪২ কোটি লিটার পানি প্রয়োজন হলেও চট্টগ্রাম ওয়াসা শেখ রাসেল পানি শোধনাগারের মাধ্যমে ৯ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে। এছাড়াও শেখ হাসিনা পানি শোধনাগার ১৪ কোটি লিটার ও মোহরা পানি শোধনাগার ৯ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। অবশিষ্ট অংশ পানি টিউবয়েল থেকে নেওয়া হয়। শহরে শতভাগ পানি সরবরাহ করার জন্য চট্টগ্রাম ওয়াসা, শহরে ৭৫০ কিলোমিটার পাইপ বসানোর প্রকল্প নিয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে শতভাগ সুপেয় পানি পাবে নগরবাসী।