
গাজীপুর : কিশোরী ধর্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ’হাই ফেন্ডস’ ঘটনায় গ্রেফতার ৪ আসামির সবাইকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন গ্রেফতার ৪ আসামির তিন জনকে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক এমএলবি মেজবাহ্ উদ্দিন আহমেদ।
আরাে পড়ুন : রেস্তোরাঁয় বার্গার বানাতেন নওফেল সিকিউরিটির কাজও করতেন
আরো পড়ুন : করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি চীনের!
এর আগে আসামিদের আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিশেষে, আসামি শরীফ হোসেন, ইমরান হাসান সুজন, আহসান ও শরিফ মোল্লাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত ১৫ জানুয়ারি এক কিশোরীকে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণ করে ৪ বখাটে। পরে ধর্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত উল্লাস করে একটি ভিডিও ভাইরাল করে। অভিযুক্তরা লাইভে এসে বলেন, ‘হাই ফ্রেন্ডস কাল হয়তো আমরা জেলে থাকতে পারি।’ এ ঘটনায় গত শুক্রবার ময়মনসিংহ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।