মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী জাবেদ
উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশের উপজেলা পরিষদগুলোকে আরো শক্তিশালী ও কার্যকর করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। হয়রানি ও দূর্নীতি রোধে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন করা হয়েছে। জেলা প্রশাসনের ভূমি ও ভূমি অধিগ্রহণ শাখাকে স্বচ্চতার সাথে কাজ করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এর পরেও কেউ দূর্নীতিতে জড়ালে ছাড় দেয়া হবেনা।

আরো পড়ুন : মহামায়া ইকোপার্ককে ইকোট্যুরিজম হিসেবে গড়ে তোলা হবে
আরো পড়ুন : থানার ভেন্টিলেটর ভেঙে পালালো ইয়াবাকারবারী

সরকারী প্রয়োজনে অধিগ্রহনকৃত ভূমির মালিককে তিনগুণ ক্ষতিপূরণ দেয়া হচ্ছে উল্লেখ করে ভূমি মন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিরা যত বেশি সম্পৃক্ত হবে উন্নয়ন ততই ত্বরান্বিত হবে। আন্তরিকভাবে কাজ করলে উপজেলা পরিষদের কার্যক্রম ধাপে ধাপে আরো গতিশীল হবে। আগামীতে উপজেলা পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ক্ষমতা আরো কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে মাননীয় সরকার চিন্তাভাবনা করছে। সকলে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করলে স্থানীয় সরকার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সার্সন রোডস্থ বাসভবনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাথে আয়েজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সভার শুরুতে মন্ত্রীকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসোসিয়েশনের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী (চন্দনাইশ), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), নুরুল আলম (বোয়ালখালী), ফারুক চৌধুরী (কর্ণফুলী), চৌধুরী মোঃ গালিব (বাঁশখালী), হোসাইন মোঃ আবু তৈয়ব (ফটিকছড়ি), ফজলুল করিম সাঈদী (চকরিয়া), অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী (উখিয়া), এম.এ মোতালেব (সাতকানিয়া), মোতাহেরুল ইসলাম (পটিয়া), জিয়াউল চৌধুরী বাবুল লোহাগাড়া), ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী (পটিয়া), এস.এম সেলিম (বোয়ালখালী), মোঃ সোলাইমান (চন্দনাইশ), মৃনাল কান্তি চৌধুরী (আনোয়ারা), মোঃ শফিকুল ইসলাম (রাঙ্গুনিয়া), দিদারুল ইসলাম (কর্ণফুলী), মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম (হাটহাজারী), এডভোকেট কামেলা খানম রুপা (চন্দনাইশ), মাজেদা বেগম শিরু (পটিয়া), শামীম আরা বেগম (বোয়ালখালী), বানাজা বেগম নিশি (কর্ণফুলী), জেবুন নাহার মুক্তা (ফটিকছড়ি), মরিয়ম বেগম (আনোয়ারা) প্রমূখ।

শেয়ার করুন