দেশ টিভির অষ্টম বর্ষপূর্তিতে উৎসব-মিলনমেলা

দেশ টিভির বর্ষপূর্তির কেক কাটেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ অতিথিরা

দেশ টিভির বর্ষপূর্তির কেক কাটেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ অতিথিরা
দেশ টিভির বর্ষপূর্তির কেক কাটেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ অতিথিরা

চট্টগ্রাম : দেশজুড়ে দর্শক ভালোবাসায় সিক্ত দেশ টিভির অষ্টম বর্ষপূর্তি আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়া বর্ষীয়ান রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষের পদভারে দিনভর উৎসব মিলনমেলায় পরিণত হয়।

রোববার (২৬ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ রাজনীতিক, সাংবাদিক নেতা ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা কেক কেটে বর্ষপূতি অনুষ্ঠানের সূচনা করেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ২৬ মার্চ দেশ টিভি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এটি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশপ্রেমের এক ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে। আশা করছি আগামীতেও চলার পথে দেশ টিভি দেশ মাতৃকার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠার এই দিনে তিনি চট্টগ্রামের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পরিহারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও আলী আব্বাস, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধূরী ফরিদ, চিটাগাং চেম্বারের পক্ষে মাহফুজুল হক শাহ ও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ, প্রথম আলোর পক্ষে সহকারী যুগ্ম বার্তা সম্পাদক ওমর কায়সার, ভোরের কাগজের ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশন নেতা খায়রুল আলম সুজন ও অমিয় শংকর বর্মণ, যুবলীগ নেতা হেলাল উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।

এরপর চেরাগি পাহাড়ের দেশ টিভি কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল মাসুদ, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, বন্দর থানা আওয়ামী লীগের পক্ষে মো. ইলিয়াছ।

শুভেচ্ছা জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সম্পাদক শওকত বাঙালি, চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্থান সংরক্ষণ পরিষদের পক্ষে মিঠুন চৌধুরী, মঈনুদ্দিন কাদের লাভলু, মিন্টু চৌধূরী, অন্যমাত্রার পক্ষে সাইদুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন, ব্রাইট বাংলাদেশ ফোরামের পক্ষে নসরিন সুলতানা খানম, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আরটিভি, চ্যানেল আই, এটিএন নিউজ, একুশে টিভি, এটিএন বাংলা, বিজয় টিভির পক্ষেও শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন