হালিশহর মধ্যম নাথ পাড়া শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংবাদ সম্মেলনে

হালিশহর মধ্যম নাথ পাড়া শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংবাদ সম্মেলনে

চট্টগ্রাম : হালিশহর থানার মাইজ পাড়ার মধ্যম নাথ পাড়ায় ১৯৭১ সালের ৩১ মার্চ মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর জঘন্যতম গণহত্যার শিকার শহিদ পরিবারবর্গের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানিয়েছেন শহিদদের পরিবার। একই সাথে যারা বেঁচে আছেন তাদের পূর্ণবাসনের দাবিও জানান তারা। এসময় বক্তারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে হালিশহর মধ্যম নাথ পাড়া বধ্য ভুমিতে স্মৃতি কমপ্লেক্স স্থাপন এবং শহীদ পরিবারে ওয়ারিশদের পূর্ণবাসনে দাবী জানান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব ইন্জিনিয়ার এমএ খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবী তুলে ধরা হয়।

আরো পড়ুন : চসিক নির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
আরো পড়ুন : ইটের ভাটায় পুড়ছে কাঠ, জ্বলছে পরিবেশ

সংবাদ সম্মলনে ১৯৭১ সালের ৩১শে মার্চের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নারায়ন বৈষ্ণব, খুকি রাণী দেবী, শেফালী রাণী দেবী, দুলাল কান্তি নাথ, অনীল কান্তি নাথ, সুনিল কান্তি নাথসহ শহিদ পরিবারের সদস্য।

সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান মো. জসিম উদ্দিন চৌধুরী।

উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব উত্তম বড়ুয়া, সমন্বয়কারী পাহাড়তলী থানার সভাপতি এস এম নওশাদ সেলিম, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ কামরুল হাসান, মহানগর আহ্বায়ক কফিল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুম, সংগঠনের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাছির, পাহাড়তলী থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী বাবু সুজিত দাস, দক্ষিণ কাট্টলী যুবলীগের সাবেক সহ সভাপতি কাউন্সিলর প্রার্থী খন্দকার এনামুল হক (বাবলু),পাহাড়তলী থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাউন্সিলর প্রার্থী নুরুল হুদা চৌধুরী,আকবর শাহ থানা ক্যাপ সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রধান সহ মুক্তি যুদ্ধা শহিদ পরিবারের সদস্য ও অনেকে।

শেয়ার করুন