অস্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন ‘ডেবি’

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘ডেবি’। যে কারণে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার আগে এর তীব্রতা বেড়ে গিয়ে ক্যাটাগরি ৪ এর মধ্যে থাকতে পারে। এসময় ঝড়টি ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগের বজ্র-বাতাসসহ প্রবাহিত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার অ্যানাসতেসিয়া প্যালাস্কজুক জানান, এটি দেশটিতে ২০১১ সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ইয়াসি’র প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় যত গড়াচ্ছে মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ ততোই কমছে।

স্থানীয়দের উদ্দেশ্যে তার অনুরোধমূলক বার্তা, ‘আমি মিনতি করে বলছি আপনারা কর্তৃপক্ষের সতর্কবার্তা শুনুন। এটা আপনার নিরাপত্তার জন্যই শুধু নয়, আপনাদের পরিবার ও সন্তানরাও এর আওতায় রয়েছে।’ বিবিসি।

শেয়ার করুন