শিবির ক্যাডার সরোয়ারের বাড়ি খুঁড়ে পেলো একে ২২-এলজি-গুলি-কার্তুজ

শিবির ক্যাডার সরোয়ার

চট্টগ্রাম : দুর্ধর্ষ শিবির ক্যাডার সরোয়ারের বায়েজিদ এলাকার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তার বাড়ির মাটির নিচ থেকে একে-২২ রাইফেল, দেশে তৈরি এলজি ও বেশকিছু গুলি-কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় সরোয়ারের খন্দকিয়া পাড়ার বাড়িতে অভিযান চালায় বায়েজিদ থানা পুলিশ।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) কাতার থেকে ফেরার পর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় সরোয়ারকে।

আরাে পড়ুন : দেওয়ানহাট ওভারব্রিজের নিচে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত যুবকের লাশ
আরাে পড়ুন : চট্টগ্রামে দুই দিনব্যাপী কারিগরি চাকরি মেলা মঙ্গলবার শুরু

বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ভোর সাড়ে তিনটার দিকে অভিযানে যায় পুলিশ। সাড়ে ৪টার দিকে সরোয়ারের বাড়ি পাশ থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুটি দেশে তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বায়েজিদ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিন (রোববার) বিকেলে তাকে আদালতে হাজির করা হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

শেয়ার করুন