প্রধানমন্ত্রীর বক্তব্যেই পথ খুঁজে পেলো আই আই ইউ সি

বক্তব্য রাখছেন, আই আই ইউ সির  ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন।

হাকিম মোল্লাঃ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী বক্তব্যকে ধারণ করেই  অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয় (আই আই ইউ সি)। যার মধ্য দিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজে পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন আই আই ইউ সির  ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন।

সোমবার (১০ ফেব্রুয়াারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আরো পড়ুন : ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন
আরো পড়ুন : অনূর্ধ-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

তিনি বলেন গেলো ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সম্প্রচারকৃত এক সংবাদ সম্মেলনে বলেছেন, কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন রাজনীতি বন্ধ করার প্রয়োজন তাহলে তা করতে পারেন। এতে কোন বাধা থাকবে না। ছাত্রদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি ও ভালো রেজাল্টের জন্য  আই আই ইউ সি কর্তৃপক্ষ মনে করছে বর্তমানে রাজনীতি বন্ধ করার বিকল্প নেই।

একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ধরে রাখার কৌশল হিসেবে রাজনীতি বন্ধের পক্ষে চট্টগ্রামের সেরা এই বিদ্যাপিঠ।

সীতাকুণ্ড কুমিরার পাহাড়ের পাদদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বিবিদ্যালয়  চট্টগ্রাম কর্তৃপক্ষ সকল প্রকার রাজনৈতিক মিছিল,সভা,সমাবেশ,কর্মকাণ্ড,মিটিং সম্পূর্ন রুপে  নিষিদ্ধ ঘোষণা করেছেন।

১৯৯৫ সালে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ শত বিদেশী শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রাজুয়েটদের সংখ্যা প্রায় ৪০ হাজার। এ বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ৩৫০জন শিক্ষকসহ প্রায় ৫শতাধিক শিক্ষক আছে। এর মধ্যে ১০১ জন পিএইচডি ডিগ্রীধারী।তিনি লিখিত বক্তব্যে আরো বলেন,বিগত ২৫বছরে প্রতিষ্ঠানটি সেশনজটের শিকার হতে হয়নি কখনো।

 সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রেজারার ড.আবদুল হামিদ চৌধুরী,সাইন্স ফ্যাকাল্টির ড্রীম প্রফেসর ড.দোলোয়ার হোসাইন,আরটস ফ্যাকাল্টির ড্রীম ড. রিয়াজ মাহমুদ,প্রক্টর মুস্তফা মুনীর উদ্দিন,প্রফেসর মুহম্মদ নাজমুল হক নদভী প্রমুখ।

শেয়ার করুন