আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে ভূমিকা রাখে বিতর্ক

বিতর্ক আমাদেরকে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে ভূমিকা রাখে

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা চট্টগ্রাম’র ৫ম দিনে বসন্ত উৎসবে এক প্রীতি বিতর্ক সমাবেশ কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে ১৪ ফেব্রæয়ারি বিকেল ৫টায় জিমনেশিয়ামস্থ অমর একুশে বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয়।

এতে পর্যবেক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচিত্র নির্মাতা অরুণ চৌধুরী ও নাট্য নির্দেশিকা চয়নীকা চৌধুরী।

আরো পড়ুন : চীনে করোনা ভাইরাসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
আরো পড়ুন : জলাবদ্ধতা নিরসন, মাদক মুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সৈকত

ফাগুন মাসে ভালোবাসার আগুন শীর্ষক প্রীতি বিতর্ক সমাবেশের পক্ষে অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, আবৃত্তি শিল্পী এড. মিলি চৌধুরী, বিতর্কের অংশ গ্রহণ করেন সাংবাদিক ও বির্তাকিক তাজুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ছাবের শাহ্চ, বি অধ্যাপক ড. আদনান মান্নান প্রমুখ। প্রীতি বিতর্ক শেষে পুরস্কার বিতরণ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অমর একুশে বই মেলা চট্টগ্রামের সদস্য সচিব অধ্যাপক সুমন বড়ুয়া, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সাহিত্যিক তহুরীন সবুর ডালিয়া।

এতে আরও উপস্থিত ছিলেন আলোচনা ও অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, মাসুদ বকুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অরুণ চৌধুরী পরিচালিত মায়াবতী টেলিফিল্ম পরিবেশিত হয়। সভায় অতিথি পর্যবেক্ষক চলচ্চিত্র নির্মাতা অরুণ চৌধুরী বলেন, আজকের বিতর্ক প্রতিযোগীতায় কেউ জয় পরাজয় হয়নি।

এ বিতর্কের মাধ্যমে আমরা অনেক বিষয়ে জানতে পারলাম। আসুন আমরা ফাগুনের আনন্দে নিজেদের জীবন এবং দেশকে এগিয়ে নিতে কাজ করি। নাট্য নির্দেশিকা চয়নিকা চৌধুরী বলেন, এ প্রীতি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের জানার ভাণ্ডার আরও সমৃদ্ধ হল। আসুন আমরা ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে শুদ্ধ ও সঠিকভাবে বাংলা ভাষা চর্চা করে যায়।

১৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা মঞ্চে বিতর্ক উৎসবে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুর নুর তুষার, সভাপতিত্ব করবেন দৈনিক পূর্বকোণ পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সমূহে বই প্রেমি সকলকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন