
বলিউড ও ফ্যাশন জগতে রীতিমতো জনপ্রিয় ফটোগ্রাফার ডাব্বু রাতনানি। প্রতিবছর বলিউড তারকাদের ছবিসংবলিত ক্যালেন্ডার প্রকাশ করে থাকেন। তার ক্যালেন্ডার শুটে নানা সময় নানা লুকে ধরা দিয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।

২০২০ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন ডাব্বু। এবারো আবেদনময়ী রূপে হাজির হয়েছেন বলিউডের হাফ ডজন অভিনেত্রী। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এই ৬ নায়িকার যেসব ছবি ক্যালেন্ডারে জায়গা পেয়েছে, সেসব ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।



