স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এলো চসিক

স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এলো চসিক

চট্টগ্রাম : স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এখন থেকে ঘরে বসেই চসিকের সব ধরনের সেবা পাবেন নগরবাসী।

রোববার (১ মার্চ) স্মার্ট ড্যাশ বোর্ড, ওয়েব পোর্টাল এবং ওয়েব রিপোর্টিং টুলস উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আরো পড়ুন : চট্টগ্রামের হালিশহরে আগুনে পুড়ে দুইজন নিহত
আরো পড়ুন : ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদ হারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এ স্মার্ট ড্যাশ বোর্ড ও ওয়েব রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে চসিকের প্রতিটি বিভাগের কর্মপরিধি চলে আসছে স্মার্ট সিস্টেমের আওতায়। ফলে হাতের মুঠোয় চলে আসবে চসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্ন, প্রকৌশল, সচিবালয়, হিসাব ও রাজস্ব বিভাগের হিসাব-নিকাশ। এতে সময় সাশ্রয় হবে, প্রক্রিয়া হবে সহজতর। এ ছাড়া নিশ্চিত হবে স্বচ্ছতা। এ প্রক্রিয়ায় প্রতিটি বিভাগকে দিনের কাজশেষে ওয়েব রিপোর্টিং করতে হবে। ফলে প্রতিদিনের সব কাজের তথ্য উপস্থাপিত হবে ডিজিটাল ড্যাশবোর্ডে। চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতে থাকা মুঠোফোন থেকে পুরো সিটি করপোরেশনের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

নগরবাসীর সম্পৃক্ততা এবং পোর্টালটি ব্যবহারে আগ্রহী করার জন্য ইন্টারেক্টিভ ওয়েব পোর্টালে বিভিন্ন ধরনের তথ্য সন্নিবেশিত হচ্ছে। এসব তথ্যের মধ্যে থাকছে নগরের বিভিন্ন বাজারে পণ্যের মূল্যের তালিকা, বাস, ট্রেন, বিমান ইত্যাদির ভ্রমণসূচি, নামাজের সূচি, চট্টগ্রাম বন্দরে অবস্থানরত সব পণ্যবাহী জাহাজে আমদানিকৃত পণ্যের বিবরণ, আবহাওয়ার পূর্বাভাস, হাসপাতালে সেবাগ্রহণকারী রোগীর সংখ্যা, নগরে জন্মগ্রহণকারীর সংখ্যা, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানবাহন যানজটের ভিডিও চিত্র, ব্যবহারকারী কর্তৃক ধারণকৃত বিভিন্ন স্থানের স্থির চিত্র ওয়েব পোর্টালে আপলোড করার ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, শেখ তজিবুল ইসলাম, স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বিএএসআইএস’র চেয়ারম্যান মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আইটি অফিসার ইকবাল হাসান।

শেয়ার করুন