করোনায় বিপর্যস্তদের পাশে হোটেল রিসোর্ট মালিক সমিতি ও আর্মড পুলিশ

করোনায় বিপর্যস্তদের পাশে হোটেল রিসোর্ট মালিক সমিতি ও আর্মড পুলিশ

কক্সবাজার : করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত মানুষদের সহায়তার হাত প্রসারিত করেছে কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি ও ১৬ আর্মড পুলিশ।

আরো পড়ুন : টিসিবির ডাল-চিনি ৫০ টাকা কেজিতে বিক্রি শুরু
আরো পড়ুন : করোনা ভাইরাস বহনকারী অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

শহরের পূর্ব কলাতলী ঝরজরি পাড়া, কলাতলী মাদ্রাসার পাশে ও শুকনাছড়ি এলাকায় গরীব, দুস্থ, অসহায় ১০০ পরিবারকে খাদ্যপণ্য, টিসু, হ্যান্ডওয়াশ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, ১৬ আর্মড পুলিশের এসপি হেমায়েতুল ইসলাম, এডিশনাল এসপি সোহেল রানা, ইন্সপেক্টর ইকবাল হোসেন, ইন্সপেক্টর রকিব, ব্যবসায়ী আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা পরিবহন শ্রমিক লীগ সভাপতি সুলতান আহমদ, পূর্ব কলাতলীর সমাজ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কলাতলী দাখিল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল্লাহ।

সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, পর্যায়ক্রমে আরো সহায়তা করা হবে। বিপর্যস্ত এসব মানুষের পাশে অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।