টিসিবির ডাল-চিনি ৫০ টাকা কেজিতে বিক্রি শুরু

টিসিবি লগো

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র রমজান মাস উপলক্ষে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে। বুধবার থেকে চট্টগ্রামসহ সারা দেশে এই কার্যক্রম শুরু হবে।

টিসিবি মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল লিটারপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করবে। বাজারে এখন চিনি ৬৫-৭০ টাকা, মোটা ও মাঝারি দানার মসুর ডাল ৭০-৮০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ১০০-১০৮ টাকা লিটার দরে বিক্রি হয়।

আরো পড়ুন : করোনা ভাইরাস বহনকারী অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার
আরো পড়ুন : করোনায় বিপর্যস্তদের পাশে হোটেল রিসোর্ট মালিক সমিতি ও আর্মড পুলিশ

চট্টগ্রামে ১৬টি, ও ঢাকায় ৫০টি এবং অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য পাওয়া যাবে। প্রতি জন ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।

শেয়ার করুন