হটলাইনে জানালে মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াবে সিএমপি

সিএমপি লগো, পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান

চট্টগ্রাম : বিশ্ব কাাঁপানো করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। এতে গৃহবন্দী হয়ে পরেছে সকল শ্রেণি পেশার মানুষ। তাদের মধ্যে তুলনামূলক বেশি কষ্টে আছে মধ্যবিত্ত পরিবার। লোকলজ্জার কারণে কারও কাছে তা প্রকাশ করতে পারছেন না। এমন সব মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আরো পড়ুন : চট্টগ্রামে ট্রাক চাপায় আহত কিশোরকে হাসপাতালে নিয়ে গেলো পুলিশ
আরো পড়ুন : ইতালির পর এবার লাশের মিছিল যুক্তরাষ্ট্রে

পুলিশের হটলাইন নাম্বার বা সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মোবাইল নাম্বারে কল করে জানালে বা এসএমএসের মাধ্যমে জানালে ওই পরিবারের কাছে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাবে সিএমপির সদস্যরা। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা রক্ষা করা হবে বলেও জানিয়েছে সিএমপি।

সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান চার জোনের উপ-কমিশনার (ডিসি) ও থানার ওসিদের এ নির্দেশনা দিয়েছেন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যরা হতদরিদ্র, দিনমজুর ও অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করছে। তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবারে আছেন, সামাজিক মর্যাদার কারণে তাদের অভাবের বিষয়ে কাউকে বলতে চান না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের পাশে দাঁড়াবো।

তিনি বলেন, জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানার ওসিদের মোবাইল ফোনে জানালে পুলিশ সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেবেন। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা রক্ষা করা হবে যাতে ওই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না হয়।

সিএমপি’র হটলাইন: ০১ ৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

উত্তর বিভাগ : চান্দগাঁও থানা-০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা-০১৭৬৯৬৯৫৬৭০, বায়েজিদ বোস্তামী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৬

দক্ষিণ বিভাগ : কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা- ০১৭৬৯-৬৯৫৬৮০

পশ্চিম বিভাগ : ডবলমুরিং থানা- ০১৭৬৯৬৯৫৬৭১, হালিশহর থানা-০১৭৬৯৬৯৫৬৭৩, পাহাড়তলী থানা-০১৭৬৯৬৯৫৬৭২, আকবরশাহ থানা-০১৭৬৯৬৯৫৬৭৮

বন্দর বিভাগ : বন্দর থানা-০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪, ইপিজেড থানা-০১৭৬৯৬৯১১০৬, ০১৭৬৯৬৯৫৬৭৭, পতেঙ্গা থানা-০১৭৬৯০৫৮১৫০, ০১৭৬৯৬৯৫৬৭৫, কর্ণফুলী থানা-০১৭৬৯০৫৮১৫১, ০১৭৬৯৬৯৫৬৭৬

শেয়ার করুন