টাকা ভাংতি দ্বন্দ্বে দোকান ভাংচুর, নগর ছাত্রলীগ নেতা গ্রেফতার

শিবু দাশগুপ্ত(২৯)

চট্টগ্রাম : নগরের জামালখান এলাকায় আজাদ স্টোর নামের একটি দোকান ভাঙচুর করার অপরাধে নগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতার শিবু দাশগুপ্ত(২৯) জামালখান লিচু বাগান এলাকার দুলাল দাশগুপ্তের ছেলে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ১৫ জানুয়ারি দোকান মালিক মো. আজাদ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন শিবু দাশগুপ্তের বিরুদ্ধে।

আরো পড়ুন : সন্তানকে শখের বশে মোটরসাইকেল নয়
আরো পড়ুন : আওয়ামীলীগের নির্মলেন্দু খাগড়াছড়ি পৌর মেয়র নির্বাচিত

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ জানুয়ারি দুপুরে শিবু দাশগুপ্তের হয়ে এক লোক জামালখান এলাকার সিকদার হোটেলের পাশে আজাদ স্টোরে ৫০০ টাকার একটি নোট দিয়ে ৫টি বেনসন সিগারেট চাইলে দোকানের মালিক ‘টাকা ভাংতি নেই’ জানিয়ে ফেরত দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঐদিন বিকালে শিবু দাশগুপ্ত নিজেই দোকানে গিয়ে সিগারেট দেওয়া হয়নি কেন তা জানতে চান। একপর্যায়ে দোকান মালিককে গালিগালাজ ও মারধর করেন।

এছাড়া দোকান ভাঙচুর করে ক্ষতি সাধন করেন এবং ক্যাশে থাকা নগদ ১৩ হাজার টাকা নিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আজাদ স্টোরে দোকান মালিক মো. আজাদের লিখিত অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে শিবু দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন