সুস্থ আছেন নাইক্ষ্যংছড়ির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি

করোনা

নাইক্ষ্যংছড়ি: তুমব্রু এলাকায় করোনা শনাক্ত ৫৯ বয়সী বৃদ্ধ আবু ছিদ্দিক নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে সুস্থ আছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ডা: আবু জাফর মো. ছলিম জানিয়েছেন, আবু ছিদ্দিকের করোনা শনাক্ত হলেও তার শরীরে কোন করোনার লক্ষণ দেখা যায়নি। আক্রান্ত এই রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ভালো আছেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান, করোনা রোগী বৃদ্ধ আবু ছিদ্দিক (৫৯) আইসোলেশনে স্বাভাবিক অবস্থায় দিন কাটাচ্ছেন। তার শরীরে কোন ধরনের করোনার লক্ষণ দেখা যাচ্ছে না। সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন। মোবাইলের মাধ্যমে দায়িত্বরত চিকিৎসককে নিয়মিত তার শরীরের অবস্থা জানান। নিয়মিত খাওয়া-দাওয়া করছেন তিনি।

উল্লেখ্য, তার শরীরে করোনা ধরা পড়ে গত ১৬ এপ্রিল। ওই দিনই তার বাড়ীসহ আশেপাশে সংস্পর্শ আসা ব্যক্তিদের ৩৬ বাড়ী লকডাউনের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। লকডাউন কার্যক্রম বলবৎ রয়েছে।