বাইশারীতে ৪৬০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার

বাইশারীতে ৪৬০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে করোনাভাইরাস কোভিড-১৯ দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ত্রান সামগ্রী) দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে, জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার তত্বাবধানে এবং ২নং বাইশারী ইউনিয়ন পরিষদের বিতরনে ৪৬০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও এক কেজি করে আলু ও ১ টি করে সাবান প্রদান করা হয়।

শনিবার (৯ মে) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ৪৬০ পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।

পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, আমি জনগনের খাদেম। আমার দায়িত্ব সরকারের দেওয়া মালামাল সঠিক ও সুন্দরভাবে জনগনের নিকট পৌছে দেওয়া। কোন ধরনের অনিয়ম ইনশাআল্লাহ হবে না।

ত্রান বিতরনকালীন ট্যাক অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন দুলাল কান্তি সেন।