
বান্দরবান: বান্দরবান সদর হাসপাতালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে দেয়া জীবাণুনাশক দুটি টানেলের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় টানেল দুইটির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আরো পড়ুন : করোনায় ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ১০৩৪
আরো পড়ুন : চলতি শিক্ষাবর্ষ শেষ হতে পারে ফেব্রুয়ারিতে!
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, বান্দরবান পৌরসভার সম্মানিত পৌর মেয়র মো: ইসলাম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মন্ত্রী বীর বাহাদুর বলেন, হাসপাতালে ডাক্তার এবং রোগীদের করোনা নামক মহামারি থেকে রক্ষা করার জন্য এই জীবাণুনাশক দুটি টানেল স্থাপন করা হয়েছে। এসময় তিনি সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি আইন মেনে চলা ও বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার আহ্বান করেন।
যাদের উদ্যোগে এই জীবাণুনাশক টানেল দুটি স্থাপন করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।