ঢাকা: গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ১ হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৩৯ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন।
আরো পড়ুন : আস্তে আস্তে কিছু সেক্টর খুলে দেওয়ার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
আারো পড়ুন : বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক দুটি টানেল উদ্বোধন
সোমবার (১১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন এ পর্যন্ত মোট সুস্থ হলো ২ হাজার ৯০২ জন।