করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন চবি শিক্ষক

সাবরিনা ইসলাম সুইটি

মরণব্যাধী করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়।

আরো পড়ুন : আন্দরকিল্লায় শিকার, বায়েজিদের পাহাড়ে ঘায়েল মুদ্রণ ব্যবসায়ী
আরো পড়ুন : পাঁচশত বছরের প্রাচীন নিদর্শন মিরসরাইয়ের ছুটিখাঁ মসজিদ

তার এক নিকটাত্মীয় জানান, রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এসময় আইসিইউর প্রয়োজন ছিল। কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ২ টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান সাবরিনা।

শেয়ার করুন