করোনাকালে বেপরোয়া আচরণকে প্রশ্রয় নয়: মেয়র নাছির

করোনাকালে বেপরোয়া আচরণকে প্রশ্রয় নয়: মেয়র নাছির

চট্টগ্রাম : জীবন ও জীবিকার সমন্বয় করতে অর্থনৈতিক চাকা সচল রাখার স্বার্থেই সরকার সাধারণ ছুটি না বাড়িয়ে শিথিলতা ও বেশ কিছু ছাড় দিয়েছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, তার মানে অনিয়ন্ত্রিত বেপরোয়া স্বভাবগত আচরণকে কিছুতেই প্রশ্রয় দেওয়া হবে না।

রোববার (৩১ মে) নগরের বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন নাগরিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেওয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মেয়র।

আরো পড়ুন : আরামিট গ্রুপের চেয়ারম্যান জামাল আহমেদ আর নেই
আরো পড়ুন : হাটহাজারীর গুচ্ছগ্রামের এক সন্ত্রাসী গ্রেফতারে পুরো এলাকায় স্বস্তি

সিটি মেয়র বলেন, পরিস্থিতি বিপদসীমা অতিক্রম করার আগেই যদি সমন্বিত উদ্যোগে সামাল দিতে পারি তা হলে আমরা জয়ী হবো এবং স্বাভাবিক জীবন ফিরে পাবো। জীবন রক্ষায় জীবিকাও প্রয়োজন। তাই জীবিকার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

হোটেল-রেস্তোরাঁগুলোতে শুধু পার্সেল বিক্রির নিদের্শনা দেওয়া হলেও দেখা গেছে অনেকেই তা মানছেন না এবং দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি ও শর্ত না মেনে পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে ফেলছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম ও সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ উপস্থিত ছিলেন।

মেয়র দায়িত্বশীল প্রত্যেককে নিজ নিজ স্বার্থের ঊর্ধ্বে থেকে নগরবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে মহামারীকালীন শতভাগ সেবা দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন