করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল

করোনা উপসর্গ নিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বরত এক আয়া হাসপাতালেন আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১ জুন) সকাল ৮ টার দিকে মারা যান তিনি। তিনি জেরনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মচারী ও করোনা ইউনিটের আয়ার দায়িত্বে ছিলেন।

নিহত আয়ার নাম হাসিনা বেগম (৬০)। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : করোনা উপসর্গ নিয়ে চমেকে সিএমপি’র আরো এক সদস্যের মৃত্যু
আরো পড়ুন : এক লাফে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সড়কে ডাকাতির সামিল

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালেন এক নার্স জানান, হাসিনা বেগম দীর্ঘদিন যাবৎ চুক্তিভিত্তিক জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ইউনিটের পরিস্কার ও পরিচ্ছন্নের দায়িত্বে ছিলেন। তিনি করোনা ইউনিটের গেইটের বাইরে থেকে রোগীদের কিছু প্রয়োজন হলে সংগ্রহ করে দিতেন।

হাসপাতাল সুত্র জানায়, গতকাল রোববার আমাদের হাসপাতালের করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (সোমবার) সকাল ৮ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন