সন্ত্রাসীদের গুলিতে ফটিকছড়ি স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

স্বেচ্ছাসেবক লীগের নেতা রাশেদ কামাল

এইচ.এম.সাইফুদ্দীন (ফটিকছড়ি) : ফটিকছড়ি থানাধীন নানুপুরে দু’পক্ষের গোলাগুলিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা রাশেদ কামাল(৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন : করোনা রোগী শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
আরো পড়ুন : মাদকের আশীর্বাদে সিএনজি চালক থেকে কোটিপতি আবদুর রহমান

নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ী আব্দুর রব্বানের প্রথম পুত্র।

জানা গেছে রাত সাড়ে ৯ টার সময় নানুপুর গাউছিয়া মাদ্রাসার সামনে সড়কের পাশে একটি দোকানের সামনে আড্ডা দেয়ার সময় কতিপয় দুষ্কৃতিকারী সিএনজি অটো-টেক্সী যোগে এসে অতর্কিত গুলি চালায়। এ ঘটনার সাথে সাথে নানুপুরে উত্তেজনা বিরাজ করছে।