লামা পৌর আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম আর নেই

লামা পৌর আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম

বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও প্রথম আলো সাবেক প্রতিনিধি ও লামা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, তাজুল ইসলাম (৪৬) নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্নানিল্লাহে —রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর জিইসি মোড় এলাকায় মেট্টোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন। তাজুল ইসলাম লামা পৌরসভা এলাকার রাজবাড়ী গ্রামের বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে।

আরো পড়ুন : চট্টগ্রামের ৫ হাসপাতালে টি কে গ্রুপের ২০টি ভেন্টিলেটর উপহার
আরো পড়ুন : আইসিইউতে স্থানান্তর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

তাজুল ইসলামের মৃত্যুর বিষয়টি নয়াবাংলাকে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

এদিকে এ গুনি মানুষটির মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়মী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, লামা প্রেসক্লাবের সকল সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।