পিসি রোডের উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ মেয়রের

পিসি রোডের আনন্দীপুর অংশের উন্নয়নকাজ পরিদর্শন করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম : দুই দিনের টানা বর্ষায় নগরীর অতিগুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং (পিসি) রোডের আনন্দীপুর অংশের সড়কে পানি জমে গেছে_এমন খবর পেয়ে আকস্মিক পরিদর্শনে ছুটে আসেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পরিদর্শনকালে সিটি মেয়র স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য চসিকের প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেন। একই সঙ্গে বাস্তবায়িত কাজে কোনো ধরনের ত্রুটি থাকলে শিগগির তা নিরসন করে চসিককে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আরো পড়ুন : চট্টগ্রামের ৫ হাসপাতালে টি কে গ্রুপের ২০টি ভেন্টিলেটর উপহার
আরো পড়ুন : জনগণের জন্য কাজ করতে গিয়েই আওয়ামী নেতাকর্মীরা করোনায় আক্রান্ত : তথ্যমন্ত্রী

এসময় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ উল্লাহসহ সংশ্লিষ্ট চসিক প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরে এভাবেই অবহেলায় পরে আছে পিসি রোড। ঠিকাদারী প্রতিষ্ঠান ওই রোডের উন্নয়ন কাজ শুরু করার কিছুদিন পর আর সেদিকে ফিরেও চায়নি। কোন অদৃশ্য কারণে অতিগুরুত্বপূর্ণ ওই সড়কের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে বলেও মন্তব্য করেন বহু স্থানীয় বাসিন্দা।

নিমতলা থেকে অলংকার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পিসি রোডে (বঙ্গবন্ধু সড়ক) দুই ভাগে উন্নয়ন কাজ হচ্ছে। আনন্দীপুর এলাকায় নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সড়কে পানি জমে যায়। খবর পেয়ে মেয়র সরেজমিন পরির্দশন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জাইকার অর্থায়নে সড়কটির উন্নয়ন কাজ হচ্ছে বলেও জানান কাউন্সিলর ডিউক।

শেয়ার করুন