চট্টগ্রামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূরি ৬৭ বস্তা চাল উদ্ধার

চট্টগ্রামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূরি ৬৭ বস্তা চাল উদ্ধার

চট্টগ্রাম : জেলার হাটহাজারী পৌর সদর ও ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৬৭ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৯ জুন) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকতা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তিনি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট সংলগ্ন আকতার সওদাগরের দোকানে গিয়ে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা।

আরো পড়ুন : একদিনে করোনা-উপসর্গে ১২ জনের মৃত্যু চট্টগ্রামে
আরো পড়ুন : জনগণের জন্য কাজ করতে গিয়েই আওয়ামী নেতাকর্মীরা করোনায় আক্রান্ত : তথ্যমন্ত্রী

“এসব চাল ৪০ টাকা কেজি দরে ১০ বস্তা চাল কিনে ৪২ টাকা কেজিতে বিক্রি করছিল বলে দোকান মালিক আকতার জানিয়েছে।”

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স লোকমানিয়া স্টোরের গুদামে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা চাল উদ্ধার করা হয় বলে ইউএনও রুহুল আমিন জানান।

তিনি বলেন, “গুদামটি স্থানীয় লোকমানের হলেও সেটি ওএমএসের ডিলার ইউসুফ ব্যবহার করেন। তার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে জানায়, বিক্রির আগে প্যাকেট করতে ওই গোডাউনে চাল রাখা হয়েছে। এই চাল বাইরে দোকানে বিক্রির বিষয়ে জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইউসুফ।