
চট্টগ্রাম : করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে একদিনে। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে এসব রোগী মারা যান। এ নিয়ে চট্টগ্রামে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১১ জন।
জেনারেল হাসপাতাল সূত্র জানায় করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সকাল ১১টায় এবং অন্যজন সন্ধ্যা ছয়টায় মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন : পিসি রোডের উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ মেয়রের
আরো পড়ুন : চট্টগ্রামের ৫ হাসপাতালে টি কে গ্রুপের ২০টি ভেন্টিলেটর উপহার
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল এসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত চমেক হাসপাতলের করোনা অবজারভেশন ইউনিটে ( হলুদ জোন) ১০২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে এ ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আইসোলেশন ইউনিটে (রেড জোন) ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ইউনিটে করোনা পজেটিভ আরও দুইজনের মৃত্যু হয়।