সীমিত আকারে কমিউনিটি সেন্টার খুলে দেয়ার আবেদন

চট্টগ্রাম কমিউিনিটি সেন্টার মালিক সমিতির মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন

চট্টগ্রাম : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারী নির্দেশনায় গত র্মাচ মাস ধরে চট্টগ্রামের প্রতিটি কমিউিনিটি সেন্টার ও কনভেনশন সেন্টারের অনুষ্ঠানের আয়োজন বন্ধ রয়েছে। গত চার মাসে কোন রকম ব্যবসা না থাকায় এই শিল্পের সাথে জড়িত সকলেই কষ্টের মাঝে দিনযাপন করছে। সরকার সীমিত আকারে চট্টগ্রামের কমিউনিটি সেন্টার গুলোতে অনুষ্ঠানের অনুমতি দিলে এই শিল্পের সাথে জড়িত মালিক, ম্যানেজার, কর্মচারী, বয় ও ধোয়ার লোক, বাবুর্চিসহ লক্ষাধিক মানুষ দু’বেলা খেয়ে নতুন করে কিছৃুটা বাচাঁর স্বপ্ন দেখবে।

নগরীর আর বি কনভেনশন সেন্টারে আয়োজিত দেশের চলমান করোনা পরিস্থিতিতে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষের করনীয় র্শীষক মতবিনিময় সভায় সরকারের প্রতি এ আহবান জানান চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন।

আরো পড়ুন : খাগড়াছড়ি হাসপাতালে ‘পাজেপ’র’ করোনা চিকিৎসা সরঞ্জাম
আরো পড়ুন : অনার্স, মাস্টার্স ডিগ্রির প্রয়োজন নেই : শিক্ষামন্ত্রী

হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, চট্টগ্রামসহ দেশের সবগুলো কমিউনিটি সেন্টার ধ্বংস হয়ে যাচ্ছে। এ শিল্পের সাথে জড়ি লাখ লাখ শ্রমজীবী মানুষ বেকার, কষ্টে আছে। ছোট পরিসরে শারিরীক দুরত্ব বজায় রেখে, স্বাস্থবিধি মেনে সচেতনতার সাথে সামাজিক অনুষ্ঠান গুলো কমউিনিটি সেন্টারে আয়োজন করার অনুমতি দিয়ে আমাদের এই শিল্পকে বাচাঁতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

এক বছরের আয়কর মওকুফের আহবান জানিয়ে সাহাবুদ্দিন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী কাছে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মরাক লিপি পেশ করব। এছাড়াও মাননীয় মেয়রের কাছে হোল্ডিং টেক্স মওকুপ এবং কমিউনিটি সেন্টারের বাড়ীর মালিককে ভাড়া মওকুপের অনুরোধ জানানো হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো: সাইফুদ্দিন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুল আলম চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ ইউছুফ, মো: নুরুল ইসলাম, কুমার রাজন দাশ গুপ্ত, আশফাক আহমেদ, এস.এম মোস্তফা, প্রকৌশলী যীশু কৃঞ্চ দে, মোহাম্মদ সেলিম, খোকন দেব নাথ, মোঃ শফিক উল্লাহ, আলহাজ্ব হাফেজ আমানত উল্লাহ, মোঃ আলী আকতার, মোঃ শাকিল ওসমান, গিয়াস উদ্দিন, জাহাঙ্গির আলম, এম এ মালেক, বাদল চন্দ্র নাথ, মুহাম্মদ আবদুল হাসেম মজুমদার, মাহাবুবুল আলম, মো:ইয়াছিন, তৌহিদুল আলম প্রমুখ ।

শেয়ার করুন