গৃহ ভাড়ার ৩ লাখ টাকা দারোয়ানের পকেটে !
চসিক’র বেওয়ারিশ কুকুরের জেলখানায় ভাড়াটিয়া!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত বেওয়ারিশ কুকুরের জেলখানা

চৌধুরী সুমন (চট্টগ্রাম) : নগরীর বায়জিদ বোস্তামী থানা এলাকার আরেফিন নগরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত বেওয়ারিশ কুকুরের জেলখানাটি মাসিক ভাড়ায় গোডাউন হিসেবে ব্যবহার করছেন সেলিম নামের এক ব্যবসায়ী। এ জন্য সেলিম ৮০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। প্রতি মাসে ভাড়া পরিশোধ করছেন সাড়ে ৩ হাজার টাকা। অগ্রিম ৮০ হাজারসহ দীর্ঘ সাত বছরের ভাড়া বাবদ আদায় করা প্রায় ৪ লাখ টাকা আদায় করে দারোয়ান-কর্মচারী মিলে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, প্রায় ৩৫ ফুট প্রস্থ আর ৫৫ ফুট দৈর্ঘ্য আয়তনের বেওয়ারিশ কুকুরের জেলখানাটি নির্মাণ করা হয় আরফিন নগরের চসিক এর ময়লা-আবর্জনার ডাম্পিংয়ের পাশে। নির্মাণের পর থেকেই অনেকটা পরিত্যক্ত পরেছিল গৃহটি। আলোচ্য বিষয়ে কোন সময়ই ব্যবহার হয়নি গৃহটি। এ সুযোগকে কাজে লাগান চসিক’র ময়লা-আবর্জনার ডাম্পিং এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে কর্মরত তত্ত্বাবধায়ক মাইনুদ্দিন। পরে কাঁধে কাঁধ মেলান দারোয়ান কামাল, মহিউদ্দিন, আতিকুল ইসলাম বাবু, আজগর আলী ও কামাল হোসেন, জহিরুল ইসলাম মধু এবং ইসলাম নবী। অবশ্য নানা অভিযোগে মহিউদ্দিন ও আতিকুল ইসলাম বাবু নামের দুই দারোয়ান চাকরিচ্যুত হয়।

দীর্ঘদিন গোপনে থাকা বিষয়টি অবশেষে ফাঁস হয় তাদের পারস্পরিক আলাপচারিতায়।

এ বিষয়ে জানতে চাইলে চসিক কেন্দ্রীয় কবরস্থানের তত্বাবধায়ক মাঈনুদ্দিন নয়াবাংলাকে বলেন, চসিক’র ‘বেওয়ারিশ কুকুরের জেলখানা’ ভাড়া দেওয়ার কোনো এখতিয়ার নেই। নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য হেড অফিসে লিখিত অভিযোগ আনা হয় আমার বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অভিযোগকারী সেলিমের নিকট হেড অফিস জানতে চাইলে সে অস্বীকার করে অভিযোগের বিষয়টি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই উঠে আসছে একের পর এক দুর্নীতি ও অনিয়মের চিত্র। তবুও হাল ছাড়তে পিছপা নন নতুন এই প্রসাশক। অনিয়ম দুর্নীতির প্রমাণ মিললে ছাটাইও করেছেন। ইতোমধ্যে কাজের গতি বাড়াতে দফতরগুলোতেও আনা হয়েছে রদবদল। কিন্তু এত অনিয়ম কেন? নগরবাসীর এমন প্রশ্নের সদোত্তরও মিলছে না।

ব্যবসায়ী সেলিম বলেন, বেওয়ারিশ কুকুরের জেলখানাটি ভাড়ায় লাগিত করেন তত্বাবধায়ক মাঈনুদ্দিন। প্রতি মাসের ভাড়া আদায় করে তত্বাবধায়কসহ আতিকুল ইসলাম বাবু, মহিউদ্দিন, কামাল হোসেন, কবির আহমদ ও মোহাম্মদ আজিম প্রকাশ (আজগর), জহিরুল ইসলাম মধু এবং ইসলাম নবী ভাগভাটোয়ারা করতেন। তাদের মধ্যে নানান অভিযোগে অভিযুক্ত আতিকুল ইসলাম বাবু ও মহিউদ্দিন এখন চাকুরিচ্যুত।

ভাড়াটিয়া সেলিম বলেন, ডাম্পিং এ ময়লা-আবর্জনা কুড়িয়ে আমার সংসার চলে। চসিক’র মাঈনুদ্দিন, বাবু ও মহিউদ্দিন আমার পরিচিত। তারা ওই ঘরটি ভাড়া দিতে চাইলে আমি ৫০ হাজার টাকা অগ্রিম দিয়ে ঘরটি ভাড়ায় নেই। পরে লোকমুখে শুনি ঘরটি চসিক’র ‘বেওয়ারিশ কুকুরের জেলখানা’।  পরে বিষয়টি তাদের জানালে আমাকে চসিক থেকে ঘরটি ভাড়ায় নিয়ে দিবে বলে আশ্বস্থ করে। এর জন্য আরো ৫ হাজার টাকা বাড়তি নেয়। কিন্তু মাস, বছর গেলেও আমাকে ইজারা দলিল দেয় না। ভাড়া নেয় অথচ রসিদও দেয় না। তাদের কার্যক্রম আমার সন্দেহ হলে আমি ভাড়া দিতে গরিমসি করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে নাজেহাল করে এবং চসিক’র ম্যাজিষ্ট্রেটের ভয় দেখায়। সেলিম আরও বলেন, মাস খানেক ধরে কবির, কামাল, আজিম, ইসলাম নবী, ও মধু মিলে এসে ইজারা দলিল এনে দিবে বলে আরো পঞ্চাশ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ঘর থেকে বের করে দিতে চায়। ডাম্পিংএ ঢুকতে দিবে না বলে হুমকি দেয়। সেলিমের দাবী, অগ্রিম বাবদ দেয়া ৮০ হাজার টাকা ফেরত পেলে গৃহটি ছেড়ে দিয়ে অন্যত্র সরে যাবেন।

শেয়ার করুন