চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ : ৩ শ্রমিক নিহত

কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন শ্রমিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহতরা হলেন, আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে পতেঙ্গার বিজয় নগরে অবস্থিত ইনকন্ট্রেড কন্টেইনার ডিপুতে ট্যাঙ্কার থেকে তেল সরবরাহ করার সময় এ বিস্ফেরণের ঘটনা ঘটে।

আরো পড়ুন : “ক্যারাভান” কর্মসূচী কর্মযজ্ঞ উৎসবে পরিণত হয়েছে : সুজন
আরো পড়ুন : সিনহার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্তুষ্ট নই : সেনাপ্রধান

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দুপুরের দিকে ইনকন্ট্রেড কন্টেইনার ডিপুতে পাওয়ার ট্যাংক ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং-এর ছিটায় পাওয়ার ট্যাংক লিক হয়ে এই বিস্ফোরণ ঘটে। এসময় তিন শ্রমিক নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন