ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণ, মৃত্যু ১২

মসজিদে এসি বিস্ফোরণ

ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এশার নামাজশেষে মোনাজাত চলাকালে বিকট শব্দে একাধিক এসি বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছে। তাদের মধ্যে অন্তত ২০ থেকে ২৫ জনের অবস্থা আশংকাজনক। চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের বেশির ভাগ আগুনে ঝলসে গেছে।এ বিস্ফোরনে ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পর তাদেরকে চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিটে পাঠানো হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ জানান, অগ্নিদগ্ধের মধ্যে ২০জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। তাদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও এসি বিস্ফোরণের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনসহ ৩৭ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন