সীতাকুণ্ডে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া

সীতাকুণ্ডে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া

চট্রগ্রাম : সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গনে এই মহড়া প্রদর্শন করা হয়।

আরো পড়ুন : জেলিযুক্ত চিংড়ি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি : ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
আরো পড়ুন : পা ধরে মিনতি : করোনাকালেও করুণা পেলনা ব্যবসায়ী সেলিম

জরুরী অবস্থায় কোথায় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার উপর বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষকে উদ্ধার করা যায় এ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী শাহা, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, তাশারফ হোসেন, লিডার আবুল হোসেন, ফায়ারম্যান মোঃ আনিতুল ইসলাম, হুমায়ুন কবির, মোঃ রায়হান, মোঃ রবিন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।