করোনা আক্রান্ত ঢাকা ওয়াসা চেয়ারম্যানের মৃত্যু

অধ্যাপক এম এ রশিদ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ মারা গেছেন।

অধ্যাপক এম এ রশিদ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের সাবেক অধ্যাপক রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর।

আরো পড়ুন : আনন্দের বন্যা রাজ-শুভশ্রীর সংসারে
আরো পড়ুন : ইংরেজি মাধ্যম স্কুলে টিউশন ফি কমানোর দাবি অভিভাবকদের

প্রায় দেড় মাস আগে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন।

১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন অধ্যাপক এম এ রশিদ। গত বছরের সেপ্টেম্বরে তাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।

শেয়ার করুন