চসিক কাউন্সিলরদের সংবাদ সম্মেলন
সাবেক মেয়রপত্নী সাহেদা, কাজের মেয়ে হত্যাকান্ড তদন্ত দাবী

প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। ছবি এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নালার উপর নির্মাণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ভবন, রাজস্ব অফিস, দোকানপাট, বাস কাউন্টার। এসব অপরিকল্পিত ইমারত নির্মাণের কারনে আবাসিক ও বাণিজ্যিক কোন ক্ষেত্রেই সুফল হয়নি। চসিকের টাকায় গড়ে তোলা হয়েছে ওষুধ কারখানা, রং তৈরির কারখানা, টিউবলাইট ও লাকড়ি তৈরির কারখানা, বিদ্যুৎ প্ল্যান্ট এবং পানি উৎপাদন কারখানার মতো লাভজনক প্রতিষ্ঠান। তবে লাভ তো দূরের কথা এসব প্রতিষ্ঠানের একটিও আলোর মুখ দেখেনি। বরং নগরবাসীর পৌরকরের বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে চসিকের বিভিন্ন পদে আত্মীয় স্বজন ও অস্থায়ী লোক নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে এসব কথা বলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাউন্সিলরদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

সোনালী মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে ১০ এপ্রিল বিকালে নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে এবং ১১ এপ্রিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে চসিক সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়াট বক্তব্যের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ওয়ার্ড ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সাবেক মেয়রের উত্তর খুলশী কোবে সিটি হাউজিং প্রকল্প এবং মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং প্রকল্পের দলিলপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইসব প্রকল্পে প্লট বরাদ্দ প্রাপ্তদের এখনো প্লট বুঝিয়ে দেয়া হয়নি। লেক সিটি হাউজিং প্রকল্পে বরাদ্দ প্রাপ্তদের মধ্যে প্রায় শতাধিক প্লট গ্রহীতা প্লটপ্রাপ্তি থেকে আজো বঞ্চিত।

“১৭ শতাংশ পৌরকর আদায় করে আপনি পুরোনো বাসিন্দাদের শহর থেকে তাড়িয়ে দেয়ার চক্রান্ত করছেন” সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১৯৮৫ সাল থেকে ১৭ শতাংশ পৌরকর ধার্য্য আছে। এছাড়া পৌরকর ধার্য্য করার ক্ষমতা সিটি কর্পোরেশনের নেই। সরকার নির্ধারিত বিধি-বিধানের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৌরকর আদায় করে থাকে। দেশের কোন সিটি কর্পোরেশনের পৌরকর বাড়ানো কিংবা কমানো ক্ষমতা নেই। ফলে কর ধার্য্য করার বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদি বাসিন্দাদের প্রতি কোন ধরনের জুলুম করার অভিপ্রায় নেই কিংবা আলাদা কোন বিষয় চট্টগ্রামের আদি বাসিন্দাদের জন্য সন্নিবেশিত নেই। এ এক ধরনের আঞ্চলিক ষ্ট্যান্ডবাজির প্রচেষ্টা যা একটি আধুনিক শহর নির্মাণে অন্তরায় বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ প্রতিষ্ঠানের নির্বাচিত মেয়রের যাবতীয় কর্মকান্ডের জন্য দেশের প্রধানমন্ত্রীর নিকট জবাবদিহিতা রয়েছে। সাবেক কোন মেয়রের নিকট নির্বাচিত মেয়রের জবাবদিহিতার কোন সুযোগ নেই এবং কোন প্রয়োজনও নেই।

মেয়র আ জ ম নাছির উদ্দিন সাবেক এ মেয়রের সহযোদ্ধা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়-নির্বাচিত মেয়র ও দলের সাধারণ সম্পাদককে ‘আপনি একজন খুনি’-উল্লেখ করে বক্তব্য কোন সভ্য সমাজের ভাষা হতে পারে না। নির্বাচিত মেয়রকে এ ধরনের কথা বলা মানহানিকর। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্যানেল মেয়র বলেন-মেয়র ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-আইনী প্রক্রিয়াটা সেভাবেই অগ্রসর হবে।

কথিত ‘১২ খুন’ এর ব্যাখ্যা চেয়েছেন কাউন্সিলররা। তারা বলেন-যে ১২ জন লোক হত্যার কথা উল্লেখ করা হয়েছে আমরা তাঁর (সাবেক মেয়র) কাছ থেকে সে লোকগুলোর নাম, ঠিকানা জানতে চাই এবং সাথে সাথে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাঁর স্ত্রী শাহেদা মহিউদ্দন হত্যার বিচার চাই। কাজের মেয়ে রানু, সন্তোষ, রবি, ওয়াজিউল্লাহ হত্যাকান্ডগুলো এ শহরের প্রবীণ মানুষদের বিবেককে এখনও নাড়া দেয়। আমরা এসব হত্যা কাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি দাবী করেন-কাজের মেয়ে রানুকে মেরে ফেলা হয়েছে। আমরা এর তদন্ত চাই।

‘বিচ্ছু, লতিফ, মনজুর ভাতিজা সংসদে কথা বলে না, বলে বন্দর চেয়ারম্যানের অফিসে’-সাবেক মহিউদ্দিন চৌধুরীর এমন বক্তব্যে-আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতার মুখে মহান জাতীয় সংসদের আইন প্রণেতাদের তুচ্ছ ও তাচ্ছিল্য ভাষায় অমর্যাদকর আচরণ শোভনীয় কি? জানতে চাওয়া হয়। বলা হয়-সম্মানিত সংসদগণ বন্দর চেয়ারম্যানের অফিসে থাকেন না মহান সংসদের অধিবেশনে থাকেন তা প্রমাণ করতে হলে মহান জাতীয় সংসদের রেজিষ্ট্রার অনুসন্ধান করা প্রয়োজন।

‘অথর্ব মেয়রকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাব’, ‘বাতি জ্বলে না কেন ট্যাক্স দেব’, টাকা দিয়ে মেয়র পদে দলীয় মনোনয়ন কেনা প্রসঙ্গ’ বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে বলা হয়-রাজনীতি একটি মহান ও মহৎ দায়িত্ব। বাংলাদেশ আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহি একটি সংগঠনের মহানগর পর্যায়ে সভাপতির দায়িত্বপ্রাপ্ত এবং ৩ বারের নির্বাচিত একজন মেয়রের মুখে যে সকল বক্তব্য রেখেছেন তা সভ্যতা বিবর্জিত রাজনীতিবিদদের হেয় করার প্রচেষ্টা আমাদের দেশে চলমান রয়েছে। এমনতর সময়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদদের সম্মান ও মর্যাদাকে অনন্য উচ্চতায় নিতে সচেষ্ট। সাবেক মেয়র এর এহেন আচরণ ও কর্মকাণ্ড রাজনীতি ও রাজনীবিদদের কর্মকাণ্ড, আচরণ ও রুচিবোধকে আপামর জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করেছে। এহেন নানাবিধ কারণে নতুন ও পরবর্তী প্রজন্ম সাবেক মেয়রকে কখনো ক্ষমা করবে না।

শেয়ার করুন