বান্দরবানে জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানে জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১টি মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে বরাদ্দ ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

আরো পড়ুন : অবশেষে সাংবাদিকদের পরিচয়পত্র ফেরত দিল হেফাজত
আরো পড়ুন : হাটহাজারীতে ২৫ পিচ ইয়াবাসহ আটক ১

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের ত্বত্তাবধানে উন্নয়ন কাজটি হলো ৩৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার আমতলী পাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারি প্রকৌশলী তুষিত চাকমাসহ প্রমুখ।