

চট্টগ্রাম : জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, বিশ্বনন্দিত সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭সেপ্টেম্বর) আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ উপলক্ষে উপজেলা সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
আরো পড়ুন : শেখ হাসিনার ৭৪তম জন্মদিন
আরো পড়ুন : মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট : অনুশীলন উদ্বোধন
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রধানমন্ত্রীর মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। করোনা মহামারী চলাকালেও তার নেতৃত্বে উন্নয়ন কাজ থেমে থাকেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বজয়ের অভিযাত্রায় এগিয়ে চলেছে এবং বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলার যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল আলম।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌস মোহাম্মদ, আবু বক্কর, জসিম উদ্দীন, সুলতান মাসুদ, আনোয়ার মেহেদী, মাহবুব উল আলম, জসিম উদ্দীন রকি, ওসমান কবির রাসেল, শওকত এমরান বাবুল, আনোয়ার হোসেন, জিন্নাত আলী বাদশা, ফারুক, হাশেম, সালাহ উদ্দীন, মিজানুর রহমান, তালুকদার পারভেজ আনসারি, অরুন, রাশেদ, এম এ রাসেল, বায়ান, সাজ্জাদ হোসেন, এস এম রাশেদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিল ও মোনাজাতের পর বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে সংগঠনের নেতাকর্মীরা।